কবিতা
প্রেমের অনুভূতি
জ্যোৎস্না রহমান
তোমার সাথের প্রতিটি কথাই কবিতা,
প্রতিটি মুহূর্ত আনন্দের
তুমি যখন চলে যাও,হৃদয়ের
সুখের প্রদীপ নিভে যায়।
হাতের কলম থেমে যায়
লেখা হয় না আর কবিতা
গোপনে রয়ে যায়
সুদূর অগোচরে অরণ্য মর্মরতা..!
তোমাকে জড়িয়ে আমার অনুভূতিগুলি
শত ক্রোশ পথ হেঁটে যায়..!
আমি, ঐ স্বপ্নিল পাহাড় চূড়ায় দাঁড়িয়ে,
চিৎকার করে বলি
ভলোবাসি, ভালোবাসি তোমায়
তুমি শুনতে পাওনা।
আমি সমুদ্রতীরে নগ্ন পায়ে হেঁটে যাই,
তোমার হাতে হাত রেখে
পরক্ষণে হারিয়ে যাও, পাইনা খুঁজে তোমায়
আকন্ঠ তৃষ্ণা ছোঁয়ে যায় মন!
তুমি নির্ঘুম নিশীথে আত্মা গোপনে, থাকো দন্ডায়মান
প্রগাঢ় প্রণয়ে শতরূপে
নিরবে কর কত কথোপথোন।
কখনো কল্পনায় কখনো নিশ্চিত নিশ্বাসে
শুনি অবিশ্রান্ত প্রেমের কলস্বন
খরতপ্ত হৃদয়ে আনে কম্পন
তলিয়ে নিয়ে যাও অতই গভীরে..!
লেনা-দেনাহীন এ প্রেমের অধ্যায়
হৃদয়ে রাখিব ধরি,
আমার প্রেম হৃদয়ে
তোমার মৃগ-লোচন রবে চিরক্ষয়।
আমার কল্পলোক জুড়ে রহিবে অম্লান
পরম আত্মার সুখের জন্য
তোমাকে ভেবে ভেবে
পুড়ে না হয় হলাম দহন..!
কালের আবর্তিতে বাধা এ জীবন
অন্ধকার নামে সকল উৎসাহে
কষ্টরা সব ভর করে মেঘ হয়ে
আমার গভীর মন আকাশে।।